সকালের মিঠে রোদ ভালো লাগে খুব মনে হয় শিশিরের দলে দিই ডুব।
ঝিরিঝিরি বাতাসে নেচে ওঠে প্রাণ আমবনে পাখিদের আগমনী গান।
গান শুনে আমবনে আম কুড়িয়ে সকালের রোদে সুখ দিই উড়িয়ে।